এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বিজি সেনেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া ও উপজেলা ভূমি অফিসের নাজির সমীর চৌধুরী।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষুধ রাখার অপরাধে মমতাজ ফার্মেসীকে ২ হাজার, হাফেজিয়া ফার্মেসীকে ২ হাজার, মিজান স্টোরকে ৪ হাজার, নুরুল কবির স্টোরকে ২ হাজার ও মুহাম্মদ ইসমাঈল সওদাগরের মুদি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষুধ রাখার অপরাধে ৫ দোকানদারকে জরিমানা ও সতর্ক করে দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।