এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এলাকায় ২৯ এপ্রিল সোমবার ভোররাত সাড়ে ৪টায় র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাইফুল ইসলামের লাশের ময়ন্তদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
একইদিন সন্ধ্যা ৭টায় মহুরি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজা জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সাইফুল ইসলামের পিতা আবদুস ছোবহান। তিনি সকলের নিকট তার সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।