এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মূল্যবান শাল গাছ কেটে পাচার করার মামলায় মো. ইসলাম নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকার বাসিন্দা।
বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালত- ৫ এ আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারদিন মোস্তাকিম তাসিন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার। তিনি জানান, চলতি সনের ৭ এপ্রিল সাতগড় বিট এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে মূল্যবান শাল গাছ কেটে পাচার করায় মো. ইসলাম, জাহাঙ্গীর ও মো. হোসেনকে আসামী করে বন আদালতে মামলা দায়ের করেন। এরমধ্যে মামলার ১ নম্বর আসামী মো. ইসলাম আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।