Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ২৫৪ পরীক্ষার্থী

লোহাগাড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ২৫৪ পরীক্ষার্থী

571

এলনিউজ২৪ডটকম : সারা দেশের ন্যায় আজ ১৭ নভেম্বর রবিবার লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন মোট ৭ হাজার ৬শ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৫৪ জন। লোহাগাড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিকে ৫ হাজার ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২৩ জন ও ইবতেদায়ীতে ২ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ১৩১ জন। কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি।

প্রথমদিন পিইসি ও ইবতেদায়ীতে ইংরেজী বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!