ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় পৃথক অভিযানে আরো ১৭ রোহিঙ্গা আটক

লোহাগাড়ায় পৃথক অভিযানে আরো ১৭ রোহিঙ্গা আটক

21432965_2018657428353704_762801447107740011_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১১ সেপ্টেম্বর রাতে ও ১২ সেপ্টেম্বর দিনব্যাপী পৃথক অভিযানে পালিয়ে আসা আরো ১৭ জন রোহিঙ্গা আটক করেছে পুলিশ। এসব রোহিঙ্গারা কৌশলে উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে লোহাগাড়ায় আশ্রয় নিয়েছে। তারা এলাকায় বিভিন্ন কলোনীতে ভাড়া বাসায় রয়েছে। গত সোমবার রাতে উপজেলা সদরের লোহার দিঘী এলাকার এক কলোনী থেকে আটক করা হয়েছে ১৩ জনকে। এর মধ্যে রয়েছে আকিয়াবের মনডু এলাকার আবদুস ছালামের পুত্র নুরুল আলম (৪০), নুরুল আমিনের স্ত্রী হুমায়রা বেগম (৩০), মেয়ে ফাতেমা (১৪), পুত্র আবুল হাশেম (১২), মেয়ে জমিলা (৯), মেয়ে দিল জুহারা (৭), পুত্র আবদুস সমি (৫), আবদুর রশিদ (৩) ও আবদুল মজিদ (দেড় বছর), মৃত ফজল হকের পুত্র মুজিবুর রহমান (২১), তার মা মাহমুদা খাতুন (৬৬), বোন চেমন বাহার (১৭), ছমিউল্লাহর পুত্র মোঃ আনিছ (৯)। এছাড়া পদুয়া ইউনিয়নের ওয়াজ উদ্দিন তালুকদার পাড়ার শুক্কুরের কলোনী হতে মঙ্গলবার আটক করা হয়েছে ভুচিদং এলাকার ছানাউল্লাহর স্ত্রী রেহেনা আক্তার (৪০), পুত্র সামশুল আলম (১৫), এয়ার খান (১০) ও নূর খান (৮)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান জানিয়েছেন, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গারা পালিয়ে লোহাগাড়ায় আশ্রয় নিচ্ছে। বিভিন্ন কলোনীতে ভাড়া বাসায় বসবাস করছে। এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটকের পর পৌঁছে দেয়া হচ্ছে উখিয়া ও টেকনাফের নির্ধারিত ক্যাম্পে। এছাড়াও গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলায় মাইকিং করা হয়েছে, যাতে রোহিঙ্গাদের কেউ ঘর ভাড়া না দেয়। রোহিঙ্গাদের দেখা গেলে আটক করে পুলিশে খবর দেয়ার জন্য বলা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সোমবার আমিরাবাদে রাজঘাট এলাকার এক কলোনী থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!