এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে পুকুরে ডুবে নাজমুল সুলতান নাফিজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ২টায় ইউনিয়নের পশ্চিম কলাউজান মেহান্না বর পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু নাফিজ ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিন ফারুখীর পুত্র ও শাহ মজিদিয়া শিশু একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র।
শিশুর নিকটাত্মীয় মাওলানা আবদুস ছবুর জানান, দুপুরে এলাকার শিশুরা মিলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি পুকুরের পাকা ঘাটের নিচে ঢুকে পড়ে। সেখান থেকে বের হতে না পেরে পুকুরে পানিতে ডুবে মারা যায়।
পুকুর থেকে অন্য শিশুরা বাড়িতে চলে গেলেও নাফিজ না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুরে পাকা ঘাটের পাশে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।