
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিল্লা পাড়ায় পুকুরে ডুবে ইব্রাহিম খলিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বসতঘর সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই শিশুকে উদ্ধার হয়। শিশু ইব্রাহিম খলিল ওই এলাকার মঞ্জুর আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলাচ্ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ শিশু ইব্রাহিম খলিলকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।
দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner