এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পিতার সাথে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝির পাড়ায় হাঙ্গরখালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. জিহাদ (৫)। সে ওই এলাকার জহির উদ্দিনের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার পিতার সাথে বাড়ির পাশ্ববর্তী হাঙ্গরখালে জাল দিয়ে মাছ ধরতে যায়। রাবারড্যাম স্থাপনের ফলে খালে গভীরতা বৃদ্ধি পেয়েছে। পিতা জাল দিয়ে মাছ ধরা নিয়ে ব্যস্ত ছিল। এ সময় পিতার অগোচরে শিশুটি খালের পানিতে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পিতাসহ অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে খালের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর চাচা সংবাদকর্মী রায়হান সিকদার জানান, একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।