এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের পুরাতন থানা গেইটের দক্ষিণ পাশে এ দূর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী স্বাধীন ট্রাভলসের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সাথে বিপরীতমুখী পূরবী পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনার পর দুই বাসের চালক ঘটনাস্থল ত্যাগ করে। পূরবী পরিবহণের বাস ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস দুটি তাদের কর্তৃপক্ষরা নিয়ে গেছে।