লোহাগাড়া সদরের রশিদার পাড়া রাস্তার মাথাস্থ আসহাব উদ্দিন বিল্ডিং’এ দারুস সোফ্ফা তাহফিজুল কোরান হিফযখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
অভিজ্ঞ হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ও তাঁর হাফেজা সহধর্মিণীর যৌথ পরিচালনায় এই হিফয খানায় কোরান শিক্ষা দেওয়া হবে।
আজ ১৮ মে বিকেলে কোরান তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা উসমান গনি।
স্বাগত বক্তব্য রাখেন ছমদিয়া মাদ্রাসার ওস্তাদ মুফতি মাওলানা মোহাম্মদ হারুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,ছমদিয়া হিফজখানার সাবেক প্রধান ওস্তাদ হাফেজ আবদুস শাকুর এবং মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল মান্নান কাদেরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো শাহ আলম লিটন,যুবনেতা আবদুল্লাহ আল সাইম,শিক্ষানুরাগী আসহাব উদ্দিন, মাওলানা ক্বারি রফিক আহমদ,ছমদিয়া মাদ্রাসার ওস্তাদ মাওলানা নাজির আহমদ, মাওলানা মোহাম্মদ ইউসুফ, হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জমির উদ্দিন প্রমুখ। এছাড়াও অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি