এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় তিন ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোর) সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ২টায় দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হাবিবুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬৫) নিজ বসতঘরে মারা যান। এরপর স্ত্রীর মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৫টায় মারা যান স্বামী হাবিবুর রহমান (৭৫)। মৃত্যুকালে তারা ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

স্থানীয় শহিদুল ইসলাম মুন্না জানান, স্ত্রী ছেনুয়ারা বেগমের মৃত্যুর পর দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বামী হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন রাত ১০টায় স্বামী-স্ত্রীর নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান। এদিকে, তিন ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।