এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুলাই শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

গ্রেফতার মোহাম্মদ আবুল কালাম (৪০) উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর হাটখোলা মুড়া এলাকার মৃত আবদুল মালেকের পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হওলাদার।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, থানায় মোটরসাইকেল চুরির ব্যাপারে সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি।