এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ৫ জানুয়ারী শুক্রবার বিকেলে এক যুবককে ভ্রাম্যমান আদালত ৩ মাসের সাজা দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব আলম। সাজাপ্রাপ্ত যুবক তাজ উদ্দিন (৩২) পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান চৌধুরী পাড়ার এ.কে. খাঁনের পুত্র ও স্থানীয় মুদি দোকানী।
জানা যায়, সাজাপ্রাপ্ত তাজ উদ্দিন গত ২ জানুয়ারী ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করছিল। এ সময় ওই ছাত্রী শোরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাজ উদ্দিন পালিয়ে যায়। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা মুহাম্মদ জাহাঙ্গীর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা যাচাই করে তাজ উদ্দিনকে আটক করার জন্য লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দ্দীকে নির্দেশ দেন। গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় তাজ উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
এসআই সোহরাওয়ার্দী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকের পরদিন ভ্রাম্যমান আদালতে হাজির করলে ওই ছাত্রীর জবানবন্দী ও সাজাপ্রাপ্ত তাজ উদ্দিনের ভাষ্য মতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ৩ মাসের সাজা প্রদান করেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহবুব আলম বলেন, বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং’র ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।