এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গোয়ালঘরের তালা কেটে ১টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রোববার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রহমানিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ ইউনুস (৬০)। তিনি ওই এলাকার আহমদুর রহমানের পুত্র।
ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মনজুর আলম জানান, রাতে বাড়ি সন্নিহিত গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান তার ভাই। ভোররাতে গোয়ালঘরের তালা ভেঙ্গে গরুটি নিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী জালাল আহমদ (৬০) বিষয়টি টের পেয়ে এগিয়ে যান। চোরের দল তাকে মারধর করে বাড়ির অদূরে একটি গাছের সাথে বেঁধে রেখে গরুটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার সদরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। চুরি হওয়ার গরুর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজওয়ানুল ইসলাম জানান, এ ব্যাপারে ফাঁড়িতে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।