এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে সৈয়দ নুর (১৯) নামে এক গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার (১৯ মে) ভোরে ইউনিয়নের নলবনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সৈয়দ নুর কক্সবাজারের চকরিয়া থানার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার মোস্তাক আহমদের পুত্র। এ সময় জব্দ করা হয়েছে চুরি করা একটি গরু ও চুরির কাজে ব্যবহৃত মিনিট্রাক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাতে আটক সৈয়দ নুর চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার পশ্চিমে মৌলভীর ছড়া এলাকায় জামাল উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিনের খামার বাড়ি থেকে গরুটি চুরি করে। মিনিট্রাকে করে চুরি করা গরু নিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের নলবনিয়া এলাকায় গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে কোন সদোত্তর দিতে না পারায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাক ও গরুচোরকে চুনতি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক গরুচোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় চুরিকৃত একটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।