Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় এস. আলম-মারশা বাসের সংঘর্ষে আহত ১৫

লোহাগাড়ায় এস. আলম-মারশা বাসের সংঘর্ষে আহত ১৫

210

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের জমিদার পাড়া এলাকায় আজ ৯ অক্টোবর বেলা ৩টায় এস আলম (চট্টমেট্রো-ব-১১-০২৪৭) ও মারশা (চট্টমেট্রো-ব-১১-১২৫২) পরিবহণের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আহতদের মধ্যে রয়েছে এস আলম পরিবহণের বাস চালক চকরিয়া উপজেলার মঞ্জুরুল আলম (৩৫), একই বাসের সহকারী মহেশখালীর মোঃ ছরওয়ার (৩৫), মোঃ রফিকুল ইসলাম (৩৩), তার স্ত্রী আমেনা বেগম (২৬), রুবি আক্তার (২০), মহেশখালীর আকলিমা (১৬), চাঁদপুরের কছুয়া উপজেলার নজরুল ইসলাম (২৩), চকরিয়া উপজেলার মিজানুর রহমান (২৮), কক্সবাজার সদরের ওমর হাসান (৩৮), লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়ার মোঃ আইয়ুব (৪৫) ও সাতকানিয়ার মোঃ ইদ্রিছ (৫৫)। আহতরা লোহাগাড়া ও চকরিয়ার বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সাবাজারমুখী বেপরোয়া গতির মারশা পরিবহণের বাস একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

লোহাগাড়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!