এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ঈদ বাজার নজরদারীতে রাখতে পরিদর্শন করলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাসানুজ্জামান মোল্যা। ২৬ মে রবিবার রাতে বটতলী মোটর ষ্টেশনের বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলেতে যান তিনি। এ সময় তিনি বাজার ঘুরে দেখেন ও ক্রেতা-দোকানীদের সাথে কথা বলে খোঁজ খবর নেন।

অতিরিক্ত পুলিশার সুপার জানান, ঈদ বাজারে কেনা-বেচার ব্যাপকতার কারণে চুরি, ছিনতাই ও ট্রাফিক জ্যাম বেড়ে যায়। সেদিকে সবসময় গুরুত্ব সহকারে নজরে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, বাজারে অসাধু চক্র যেন কোনভাবেই অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে এজন্য সার্বক্ষণিক পুলিশী টহল অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, শপিং করতে আসা নারীরা যেন কোন হয়রানি বা ইভটিজিং’র শিকার না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী রয়েছে। প্রতিটি মার্কেটে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও টহল দিচ্ছে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, লোহাগাড়া থানার এসআই আবদুল হক ও এসআই বেলালসহ সঙ্গীয় ফোর্স।