এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা ও গাঁজাসহ আবুল কাশেম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কবির আহমদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ পুরিয়া গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
লোহাগাড়ার থানার ডিউটি অফিসার এসআই মোঃ নুরুন্নবী জানান, গ্রেফতার আবুল কাশেম একজন চিহ্নিত মাদক বিক্রেতা। রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।