এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উত্তর কলাউজান গ্রামের বীর মুক্তিযোদ্ধা বসন্ত কুমার দাশ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে গত ১০ জানুয়ারী পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাকে আজ ১১ জানুয়ারী বিকেলে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ও লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোঃ হোসেন, মুক্তিযোদ্ধাবৃন্দসহ অসংখ্য গুণগ্রাহী এ সময় উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার একদল ফোর্স নিয়ে রাষ্ট্রীয় সালামী প্রদান করেন। জানা যায়, বসন্ত কুমার দাশ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।