Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার আরেক প্রবাসীর মৃত্যু সৌদিয়া আরবে

লোহাগাড়ার আরেক প্রবাসীর মৃত্যু সৌদিয়া আরবে

BeautyPlus_20181129213319561_save

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর সরদানী পাড়ার এক ব্যক্তি সৌদিয়া আরবের মাহাইল জিজাং এলাকায় মৃত্যুবরণ করেছেন। গত ২৮ নভেম্বর বুধবার সকাল ৭টায় (বাংলাদেশ সময়) তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত মোহাম্মদ কামাল উদ্দিন (৪৫) ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত সৌদিয়া আরবে অবস্থান করে আসছিলেন।

নিহতের স্ত্রী নারগিস আক্তার জানান, গতো কয়েক মাস যাবত তিনি টিভি রোগে (গলা দিয়ে রক্ত বের হওয়া) ভূগছিলেন। বুধবার তাকে হাসপাতালে নেয়ার ৫ মিনিট আগেও তার সাথে মোবাইলে কথা বলেছেন। গলা দিয়ে রক্ত বের হলে রুমের অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা গেছেন। তিনি তার স্বামীর অাত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সৌদিয়া আরবের একটি হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!