Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে বৈশাখী আড্ডা

লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে বৈশাখী আড্ডা

17965412_414902398869357_777443868_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ বৈশাখ সন্ধ্যায় লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে আয়োজিত আড্ডায় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক আবদুল আউয়াল, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলামিষ্ট মোহাম্মদ হোসেন, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি মোহাম্মদ সোলাইমান ও মারুফ খান। আড্ডায় উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!