এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্বপ্রাপ্ত হলেন যথাক্রমে বড়হাতিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, আমিরাবাদ ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর, পদুয়া ইউনিয়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও কলাউজান ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।
গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় উদ্ভুত বিশেষ পরিস্থিতির কারণে ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের কর্মস্থলে অনুমোদন ব্যতীত অনুপস্থিত ছিলেন। এতে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘিœত ও জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে। ফলে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এসব ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।