এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩৭ বোতল চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার মৃত বিমল কান্তি দাশের পুত্র বিপ্লব দাশ (৪৮) ও একই ইউনিয়নের রসুলাবাদ পাড়ার সোলতান আহমদের পুত্র জসিম উদ্দিন (২৭)।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।