এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানে পদুয়া ইউনিয়নের সেনার চর এলাকার থেকে ১০ হাজার ৮শ ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের হাসিনার ভিটা থেকে ৩৮ হাজার ঘনফুট, নলুয়ারবিল সড়াইয়া থেকে ২ লাখ ১০ হাজার ঘনফুট ও চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকা থেকে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বালুর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।