এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় স্কুলছাত্র মুমিনুল ইসলাম মুমিন হত্যাকান্ডে জড়িত শাকিল (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মধ্য তাঁতীপাড়ার আবদুর রশিদের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কুলছাত্র মুমিন হত্যাকান্ডে জড়িত শাকিল এক আসামি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল মামলায় এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার শাকিল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসা শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতী পাড়াস্থ শাহ ইমাম বাড়ি (রাহ.) জামে মসজিদের বার্ষিক মাহফিল এলাকায় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে স্কুলছাত্র মুমিনুল ইসলাম মুমিনের মৃত্যু হয়। পরদিন নিহতের মা খোরশিদা বেগম (৩৭) বাদি হয়ে ৬ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। ঘটনারদিন স্কুলছাত্র মুমিনের মৃত্যুর পর স্থানীয়রা গ্রেপ্তার শাকিলকে মারধর করেছে বলে জানা গেছে।