ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো অজগর

লোহাগাড়ায় রাসেলস্ ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো অজগর

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে রাসেলস্ ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো একটি অজগর সাপকে। শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে ইউনিয়নের ডেপুটি পাড়ায় এই সাপকে মারল এলাকাবাসী।

জানা যায়, লোকালয়ে সাপটির দেখা মেলে। পরে রাসেলস্ ভাইপার মনে করে আতংকিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে স্থানীয়রা মেরে ফেলে সাপটিকে। এই নিয়ে এলাকায় আতংক সৃষ্টি হয়। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মূলত: এটি একটি বার্মিস গোলবাহার প্রজাতির অজগর।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রাসেলস্ ভাইপার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন সাপকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। লোকালয়ে সাপ দেখলে আতংকিত না হয়ে বনবিভাগে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!