এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ দরবেশহাট রোডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযানে জে.বি.এল ফার্মেসীর মালিক ছোটন কান্তি নাথকে ৩০ হাজার টাকা ও সি.আর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র লাল ধরসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।