এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান কেন্দ্রীয় সমন্বয়ক মো. সাকিব। তবে লোহাগাড়ায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।
তিনি বলেন, যে সমস্ত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক তারা লোহাগাড়ার কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করবে। এই স্বেচ্ছাসেবক টিমের কাজ হবে ট্রাফিক মনিটরিং, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ডাকাতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা। আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠ পর্যায়ে উপস্থিত প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করা। সমন্বয়ক পরিচয়ে কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে প্রশাসনের সহায়তায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজ ওই ব্যক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
তিনি আরো বলেন, দেশে ল এন্ড অর্ডার জারি না হওয়া পর্যন্ত বাজার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য কমিটি গঠন না করার জন্য লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি। যদি এই ধরণের কাজ করতে গিয়ে কোন সামাজিক অস্থিরতা সৃৃষ্টি হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ছাত্রসমাজ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ল এন্ড অর্ডার জারি হওয়ার পর স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম অফিসিয়ালি বন্ধ হবে। তবে শিক্ষার্থীরা প্রয়োজনবোধে স্বেচ্ছায় পরবর্তীতে প্রশাসনকে সহযোগিতা করতে পারবে।
এই সময় লোহাগাড়ার কো-অর্ডিনেটর যথাক্রমে জুবায়ের হুসেন, এন কে সিয়াম, ফরহাদ সাকিব, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রাইহান, শাহেদ, মির্জা ও রাকিব মাহমুদ উপস্থিত ছিলেন।