এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ (৭৭) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ ঘোনা পাড়ায় নিজ বসতঘরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ফয়েজ আহমদ একই এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র ও ৮ সন্তানের জনক। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভূগছিলেন।
একইদিন সন্ধ্যায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের উপস্থিতিতে পুলিশ সদস্যরা তাকে গার্ড অনার প্রদান করেন।
পরে নামাজা জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।