এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আমজাদ হোসেন বাবু (১৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের রাজঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাবু উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা চৌধুরী পাড়ার আবুল কাশেম প্রকাশ কালু মিকারের পুত্র।
প্রত্যক্ষদর্শী আবু মোহাম্মদ ইউসুফ জানান, উপজেলার পদুয়া থেকে কক্সবাজারমুখি দুই মোটরসাইকেল প্রতিযোগিতা দেয়। ঘটনাস্থলে পৌঁছলে অপর মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে অসাবধানতা বশত: বাবু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
এ সময় একইমুখি দ্রুতগতির সিএনজি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে বাবু গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন বাবু সদ্য কোরআন হেফজ সম্পন্ন করেছে। নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।