Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

লোহাগাড়ায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন শিক্ষক যথাক্রমে মুহাম্মদ আবছার উদ্দীন, শাহাদাত হোসেন সোহেল, আতাউল্লাহ মুহাম্মদ সেলিম, রিদওয়ানুল হক, জাবের মো. সোহেল, মো. মনজুর আলম, এনামুল হক, রূপন বড়–য়া, জুয়েল দাশ ও লায়লা বিলকিস।

বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য।

একই যোগ্যতা সম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছেন। কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখান করে শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!