এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের গোল মোহাম্মদ পাড়ায় ১৫ ডিসেম্বর বেলা ১টায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাফা মারওয়া (২) ওই এলাকার প্রতিবন্ধী আবুল কালামের কন্যা।
জানা যায়, প্রতিবন্ধী আবুল কালাম স্থানীয় এক মুদি দোকানদার। ঘটনারদিন সকালে মারওয়া বাবার দোকানে যায়। দোকান থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতা বশতঃ পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখোজির এক পর্যায়ে পিতার দোকানের পেছনে পুকুরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা আবুল কালাম বলেন, তার একমাত্র মেয়ের মৃত্যুতে গভীর মর্মাহত। একইদিন আছরের নামাজের পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।