এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নাশকতার মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাতে উপজেলার সদরের লোহারদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের লোহার দিঘীর পাড় এলাকার আবু তালেবের পুত্র দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী (৫০) ও আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ার সিদ্দিক আহমদের পুত্র ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম (৫২)।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি। সোমবার (৬ নভেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।