এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজানে দিন দুপুরে প্রবাসীর বসতঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর কলাউজান হিন্দুর হাট বাজার সংলগ্ন জানে আলমের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) এই ঘটনায় একই এলাকার মৃত গুরা মিঞার স্ত্রী আনোয়ারা বেগম (৭২) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর ২টার দিকে বসতঘরের দরজা তালাবদ্ধ করে পরিবারের সবাই পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াতে যান। দুপুর আড়াইটায় দাওয়াত থেকে এসে দেখতে পান বসতঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে রুমের ভেতর সবকিছু এলোমেলো ও আলমিরার দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। চোরেরা আলমিরাতে রক্ষিত ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অভিযোগকারীর ছেলেরা সবাই প্রবাসে থাকেন বলে জানা গেছে।
লোহাগাড়া থানার এসআই মো. রায়হান বেপারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনার ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।