ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ডাকাত দম্পতি গ্রেপ্তার

লোহাগাড়ায় ডাকাত দম্পতি গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী থানার শেখেরখীল গুলুল্যাখালী মাইজ পাড়ার বাসিন্দা বর্তমানে বান্দরবানের লামা থানা আজিজনগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের হিমছড়ি পাড়ার (বাঁশখাইল্যাপাড়া) মো. ইউনুছ আহম্মদের পুত্র মো. মনজুর আলম (৫১) ও তার স্ত্রী হাছিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, ঘটনাস্থলে ফাঁকা জায়গায় এক দম্পতি সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে গ্রেপ্তার করে তল্লাশী করা হয়। এ সময় মনজুর আলমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে কাঁচা সবজির নিচে রাখা ২টি দেশীয় তৈরি এলজি ও হাছিনা বেগমের ডান হাতে থাকা ছোট হাত ব্যাগ তল্লাশি করে ৫ রাউন্ড গুলি, ১ ভরি ৭ পয়েন্ট ওজনের স্বর্নের ৫টি কানের দুল, ৪টি রিং, ২টি আংটি, ১ ভরি ১২ আনা ৩ পয়েন্ট ওজনের সিটি গোল্ডের লকেটযুক্ত ১টি চেইন, ৬টি কানের দুল, ২টি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে গ্রেপ্তার মনজুর আলম তার সহযোগী অন্যান্য ডাকাত দলের সদস্যদের সহায়তায় বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। গত ১৯ জুন পটিয়া থানা এলাকায় একটি বসতঘরে এসব অস্ত্র-গুলি নিয়ে ডাকাতি করেছিল। ডাকাতি শেষে ঘটনাস্থলে স্থানীয়দের ধাওয়া খেয়ে জব্দকৃত অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও নগদ টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। রাতে সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় আলামতগুলো নিয়ে বাসযোগে আজিজনগর যাওয়ার সময় চুনতি এলাকায় পুলিশী চেকপোস্ট আছে জানতে পেরে ঘটনাস্থলে বাস থেকে নেমে যায়। এছাড়া ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। শনিবার (২১ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মনজুর আলমের বিরুদ্ধে অর্ধ ডজন ডাকাতির মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!