Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা সদর বটতলি স্টেশনে যানজট নিরসন এবং পদুয়া স্টেশন, থানা ও উপজেলা পরিষদ ভবনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

জানা যায়, সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লোহাগাড়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের জনগণ। এ সময় বিভিন্নস্থানে বিশৃঙ্খলায় ময়লা আবর্জনা সৃষ্টি হয়। সেই সব ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া কর্মবিরতি পালন করায় মাঠে নেই কোন পুলিশ। ফলে বটতলী স্টেশনে যানজট সৃষ্টি হচ্ছে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে শিক্ষার্থীরা।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে আসা শিক্ষার্থীরা জানান, দেশ গড়ার দায়িত্ব আমাদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। সড়কে এতদিন নানান অসংগতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর।

শিক্ষার্থী মো. সাবিত জানান, ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। জনজীবনে ফিরেছে স্বস্তি। তবে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় যানজট সৃস্টি হচ্ছে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সকাল থেকে একদল শিক্ষার্থী বটতলী স্টেশনে যানজট নিরসনে কাজ করছে।

বৈষম্য রিরোধী ছাত্র আন্দোলনের লোহাগাড়ার সমন্বয়ক মো. জোবাইর জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীরা মাঠে কাজ করছে। সবার সহযোগিতা ও আন্তরিকতায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। একই সাথে শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!