এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়ে ট্রাক চাপায় শাহিনুল ইসলাম শোয়াইব (২৫) নামে বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শোয়াইব উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর আধুনগর বেপারী পাড়ার নাজিম উদ্দিনের পুত্র ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাথেও জড়িতে ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় আহত হয়েছেন বাইক চালক মোহাম্মদ তারেক (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাঙ্গিয়া আলুরঘাট এলাকার মো. ইদ্রিসের পুত্র।
প্রত্যক্ষদশীরা জানান, ঘটনাস্থলে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখি একটি সিএনজি চালিত টেক্সির সাথে বাইকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে তারা ছিটকে পড়ে। এই সময় কক্সবাজারমুখি দ্রুতগতির একটি ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে মাথা থেঁতলে শোয়াইব ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তারা ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশন থেকে বাইকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। একইদিন নামাজে জানাজা শেষে নিহত শোয়াইবকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।