এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্যের পা হারানোর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম ও পুলিশ পরিদর্শক হাসান আক্তার আহমেদ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম জানান, মঙ্গলবার (২৪ জুন) থেকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে হবে। তদন্ত কমিটি কনস্টেবল মো. মনসুরের আচরণ অপেশাদার ছিল কিনা স্বাক্ষ্যপ্রমাণ নেবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২২ জুন সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করা একটি বাইক আরোহীকে ধাক্কা দেয় মনসুর নামে এক পুলিশ সদস্য। এতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আলাউদ্দিন নামে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। ফলে ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল আলা উদ্দিনের ডান পা থেঁতলে যায়। পরে হাসপাতালে তার পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়।