এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সিএনজি চালিত টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী স্কুলছাত্র গুরতর আহত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রামপুর ডিসি সড়কের উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাবলু বড়ুয়ার পুত্র গারাংগিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শান্ত বড়ুয়া (১৩) ও একই এলাকার বাশি বড়ুয়ার পুত্র একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মানিক বড়ুয়া (১২)
প্রত্যক্ষদর্শী দিদারুল আলম জানান, ঘটনাস্থলে যাত্রীবাহী সিএনজি চালিত টেক্সির সাথে বিপরীতমুখি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা দুই স্কুলছাত্র গুরতর আহত হয়েছে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ব্যক্তি মালিকানাধীন বাঁশের ঝাড় সড়কের উপর হেলে পড়েছে। এতে একপাশ থেকে অপর পাশ দিয়ে গাড়ি আসলে দেখা যায় না। ফলে সড়ক দিয়ে যাতায়াতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ইতোপূর্বে বাঁশ ঝাড় মালিককে সড়কের উপর হেলে পড়া বাঁশ কেটে ফেলার জন্য বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কাটা হয়নি সড়কের উপর হেলে পড়া বাঁশ। এই ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।