ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জায়গা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় জায়গা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার চিহ্নিত এক ভূমিদস্যু কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালা উদ্দিন মাহমুদ। এ সময় ভূক্তভোগী জহির মেস্ত্রী, হেলাল মেস্ত্রী এবং উপজেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সালা উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, লোহাগাড়া উপজেলার পুরাতন থানা গেট এলাকার বাসিন্দা ও এলাকার চিহ্নিত ভূমিদস্যু রফিক আহমদ গং গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের নাম জড়িয়ে জায়গা দখল ও চাঁদাবাজির যেই অভিযোগ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনা হচ্ছে, পৈত্রিক সূত্রে প্রকৃত মালিক মোহাম্মদ হেলাল গং থেকে এক বছর আগে আমরা আড়াই শতক জায়গা ক্রয় করি। জায়গার মালিক আমাদের জায়গাটির দখল বুঝিয়ে দেন। দখল বুঝিয়ে দেওয়ার পরও জায়গাটি এখনো স্থির অবস্থায় আছে। আমরা ক্রয় করার পর রফিক আহমদ গং ওই জায়গার মালিকানা অথবা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার চাঁদা দাবির বিষয়ে সে সময় আমরা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে লোহাগাড়া থানায় বৈঠকে তিনি যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

তিনি আরো বলেন, পরবর্তীতে ওই জায়গা দখলে আইনিভাবে ব্যর্থ হয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালাচ্ছেন। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রফিক আহমেদ গংয়ের যদি সৎ সাহস থাকে, আমাদের নামে জমি দখল ও চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তা জনসম্মুখে প্রমাণ করুক। অন্যথায় আমরা তাদের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!