এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ নাছির উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে মারধর করায় আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার মৃত সাহেব মিয়ার পুত্র।
গত ২০ আগস্ট এই ঘটনায় অভিযুক্ত নাছির উদ্দিন একই এলাকার কামাল উদ্দিন ও জসিম উদ্দিনসহ ৫ জনকে আসামী করে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার ডিবিকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে বাদীর দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৯ মে অভিযুক্তরা বাদীর দখলীয় জায়গা নিজেদের ভূমি হিসেবে অবৈধ প্রচার দাবী করে জবর দখলে চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ঘটনারদিন অভিযুক্তরা লোহার রড ও গাছের বাটাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। বাদী আত্মরক্ষার চেষ্টা করলে ডান হাতের উপরিভাগ ও মধ্য আঙ্গুলে হাড়ভাঙ্গা গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকি ধমকি দিয়ে চলে যায়। এই সময় অভিযুক্তরা ৩ লাখ টাকা অবৈধ চাঁদা দাবী করে। পরে স্থানীয়রা বাদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অপরদিকে, গত ১৮ আগস্ট অভিযুক্তরা পুণরায় বাদীর ভোগ দখলীয় জায়গা অবৈধ জবর দখল করে নিবে এবং বাদী পক্ষ দখলে রাখতে চাইলে পূর্বের দাবীকৃত চাঁদা অভিযুক্তদের বুঝাইয়া দিতে হবে বলে। অন্যথায় ছলে, বলে, কৌশলে অভিযুক্তরা বাদী ও তার পরিবার পরিজনকে জানে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি ধমকি দিয়ে চলে যায়।
এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।