এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মনজুর আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মাইজপাড়ার এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনজুর আলম একই এলাকার মৃত জালাল সিকদারের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজরের নামাজ আদায় করতে যাবার পূর্বে পুকুরে গোসল করতে যান মনজুর আলম।
এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। স্বজনরা তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজখবর নেন। এক পর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।