এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে প্রাইভেটকারের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ চালক আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের চুনতি বাজার সংলগ্ন ফায়ার স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় আহত চালকদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও চুনতি ইউপি চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রাইভেটকারের একটি চাকা। দূর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানা হয়। দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও লেগুনা উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।