
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মনোয়ারা বেগম (২৯) নামে নারী কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোস্ট অফিস সংলগ্ন এক ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ারা বেগম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার মো. জসিম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির টাওয়ারের ৫ম তলার এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা, ৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, গ্রেপ্তার নারী কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner