এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম কর অঞ্চল- ২ এর উদ্যোগে লোহাগাড়ায় ১৫ ফেব্র“য়ারী বুধবার আয়কর মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। জানা যায়, মেলায় আয়কর পরিশোধে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
মেলায় ইউনিয়ন পরিষদে কর্মরত বিভিন্ন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা পর্যায়ে যে সকল চাকুরীজীবি করের আওতায় এসেছেন তাদের কর পরিশোধে উৎসাহিত করতে এ মেলার আয়োজন বলে জানা যায়।

মেলায় উপস্থিত ছিলেন উপ-কর কমিশনার (প্রশাসন) মাসুম বিল্লাহ, উপ- কর কমিশনার মোঃ আসাদুজ্জামান, সহকারী কর কমিশনার নাজমুন নাহার ও সহকারী কর কমিশনার মোঃ হাসানুর রহমান।