নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর বাইপাসের নিকটবর্তী তেচ্ছিপুল এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামু উপজেলার জোয়ারিয়া নালার ইলিশিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হামিদুল হক (২৮) ও চাকমারকুল এলাকার হাসান (২৫)।
রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ‘শ্যামলী মা’ পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হামিদুল হক ও হাসান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল হককে মৃত ঘোষণা করেন এবং হাসানকে চট্টগ্রাম রেফার করেন। পরে চট্টগ্রাম নেয়ার পথে হাসানও মারা যান।
ওসি আরও জানান, হামিদুল হকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।