নিউজ ডেক্স : আগামী তিন দিনে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে তারা। এতে বাড়তে পারে শীতের তীব্রতা। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চটগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।