Home | শীর্ষ সংবাদ | রাতজাগা চোখ

রাতজাগা চোখ

______ ফিরোজা সামাদ ______

দু’জন মিলে ছিলাম এক নীড়ে
সেই তো ছিলো হৃদয়ভরা সুখ,
বারান্দাতে গাইতো চড়ুই পাখি
পাখির তানে নাচতো দু’টি বুক ||

দায়িত্ব মমতা আর ভালোবাসায়
আগলে রাখতে বুকের মধ্যিখানে,
সেই তুমি আজ আমায় একা রেখে
চলে গেলে কোন সুদূরের পানে ||

তোমার মাথার বালিশ দু’টো আজ
আমার কাছে দু’টি নয়ন মণি,
তোমার সেই পোষাকগুলো যেনো
সাত রাজার ধন হীরে মুক্তো মণি ||

চোখের কোলে ঝরে শ্রাবণধারা
বজ্রপাত হয় হৃদয়ের মাঝখানে ,
কেউ জানে-না কেউ বুঝে-না কষ্ট
নিঃস্ব হওয়ার ব্যথা ও তার মানে ||

মধ্যিরাতে ঘুম কাতুরে চোখে
দুটো হাতে হাতরে বেড়াই একি !
কোথায় গেলে ? কোথায় তুমি?
ঘুমভাঙা চোখে অনুভবে দেখি,
কোথাও নেই শূন্য মোর ঘরখানি ||

রাতজাগা চোখে জ্বালা ধরায়
আহা! নাহ! এইতো একা আমি,
চলার রথটি সাজছে শাদা থানে
এমনি করে কাটছে দিবস যামী ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!