নিউজ ডেক্স : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চাইতে গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খানের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

আবদুস সালাম আজাদ জানান, সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি সমাবেশের অনুমতি না দিলেও বিষয়টি একেবারে নাকচ করেননি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলের দপ্তরের দায়িত্বে থাকা নেতারা বিস্তারিত জানাবেন।