
নিউজ ডেক্স : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ১৮টি কেন্দ্রের ফলাফলে ১৩ হাজার ১১৬ ভোট পেয়েছেন।
নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ১৮টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১৩ হাজার ১১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শরফ উদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪ হাজার ৬৩৩ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১ হাজার ৪১৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner